পি,ও,এইচ,এস এর আন-অফিসিয়াল কমুনিটিতে আপনাকে স্বাগতম।
বাংলাদেশ পুলিশ অফিসারস হাউজিং সোসাইটি – ৩ “বাংলাদেশ পুলিশ অফিসারস বহুমুখী সমবায় সমিতি” এর উদ্যোগে একটি আবাসন প্রকল্প। পুলিশ অফিসারদের জন্য প্রতিষ্ঠিত হলেও সাধারণ (নন-পুলিশ সদস্য) মানুষ যারা পুলিশ সদস্যদের আত্মীয় তারা ও এই প্রজেক্টে বিনিয়োগ করতে পারবেন। এই প্রোজেক্ট নিয়ে জানার জন্য সর্ব সাধারণের জন্য খুব কম তথ্য হয়েছে। এই প্রোজেক্ট বিষয়ক (যৎসামান্য) অফিসিয়াল তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে POHS-3 সেকশনে পাওয়া যাবে।
সাধারণ জিজ্ঞাসা
হা, যারা পুলিশ সদস্য নন তারা অন্য যে কোন পুলিশ অফিসারের সুপারিসে POHS-3 মেম্বেরশিপের জন্য টাকা জমা দিতে পারবেন এবং তাদের ও সমিতির মেম্বার হিসাবে গ্রহণ করা হচ্ছে।
পুলিশ বহুমুখী সমিতি নতুন করে এখন আর মেম্বেরশিপ দিচ্ছে না। যখন এই প্লট (মেম্বারশিপ) গুলো কিস্তিতে বিক্রয় হয়েছিল তখন কাটা প্রতি ১১ লক্ষ টাকা বিক্রয় হয়েছিল। সুতরাং ৫ কাটা প্লটের জন্য মোট ৫৫ লক্ষ টাকা পরিশোধ করতে হয়েছিল এবং সমিতির সদস্য পদ নেয়ার ২০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছিল। সর্বমোট ৫৫ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়ে ছিল।
এখন সমিতির সদস্য পদ যারা নিয়েছিলেন তারা তাদের প্লট আইডি বিক্রি করতেছেন। মূল দাম থেকে এখন একটু বেশি দামে এই প্লট বেচা-কেনা হচ্ছে।
আমরা অনেক দিন ধরে শুনে আসছি যে লেআউট তৈরি হচ্ছে কিন্তু দেখি নাই। অর্থাৎ সর্ব সাধারণের জন্য এখনো কোন লেআউট নাই।
POHS-3 এ জমির দলিল বা রেজিস্টেসন এখন ও হয় নাই। সমিতির নামে জমি অধিগ্রহণ করা হচ্ছে, (আনুমানিক) ২০২৪ সালের শেষ দিকে জমি অধিগ্রহণ শেষ হয়ে গেলে যারা প্লটের পরিপূর্ণ মূল্য পরিশোধ দিয়েছেন তাদেরকে জমি নিবন্ধন করে দেয়া হবে। (এই তথ্যটি আমরা আনঅফিসিয়াল এক জন বাক্তির কাছথেকে শুনেছি)